Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

১। আর্থ-সামাজিক উন্নয়ন সেবা ঃ

  • পল্লী সমাজসেবা  কার্যক্রম (আরএসএস)  ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (আরএমসি) এর আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান;
  • দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং দগ্ধদের চিকিৎসা সহায়তা/ আর্থিক অনুদান প্রদান;
  • ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদ রোগী  এবং দীর্ঘমেয়াদে প্যারালাইসিস আক্রান্ত রোগীদের জাতীয় সমাজকল্যাণ পষিদের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান।

২। সামাজিক নিরাপত্তা সেবাঃ

  • বয়স্ক ভাতা বিতরণ
  • বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা বিতরণ;
  • অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা;
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান;
  • হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ বয়স্ক ভাতা ও শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান।

৩। স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সেবাঃ

  • স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ নিবন্ধন  ও নিয়ন্ত্রণ;
  • তাদের কার্যক্রম মনিটরিং;
  • আর্থিক অনুদান প্রদান।

বেসরকারি এতিমখানার সেবাঃ

  • বেসকারি এতিমখানা নিবন্ধন ;
  • কার্যক্রম মনিটরিং;
  • এতিম শিশুদের ক্যাপিটেশন গ্র্যন্ট প্রদান।

৫। চিকিৎসা সেবাঃ

  • রোগী কল্যাণ সমিতির মাধ্যমে হাসপাতালে ভর্তিকৃত দুঃস্থ ও অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় আর্থিক ও উপকরণ সহায়তা প্রদান।